Site icon

শীতকালীন মজাদার সবজি লাউয়ের নানারকম রোগ ও তার প্রতিকার

কৃষিসংবাদ ডেস্কঃ

লাউয়ের নানারকম রোগ

শীতকালে যে সব সবজি বাংলাদেশে ব্যাপক আকারে পাওয়া যায় তার মধ্যে লাউ অন্যতম। শীতকালীন মজাদার সবজি লাউয়ের নানারকম রোগ । আসুন জানা যাক তার প্রতিকার ।

প্রশ্ন: লাউ ডগা শুকিয়ে মরে যাচ্ছে । প্রতিকার কি?

প্রশ্ন: লাঊ এর করা পচে যায়, প্রতিকারে করণীয় কি ?

জামাল খান, সীড স্টোর বাজার, ভালুকা।
সমাধান: লাউ গাছে মাছি পোকার আক্রমণ হলে এমনটি হয়। এ পোকা দমনের জন্য বিষটোপ অথবা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। লাউ এর মাচার কাছে একই উচ্চতায় একটি মাটির পাত্রে ১০০ গ্রাম কুমড়া/লাউ থেতলানো/বাটা নিয়ে তাতে ৫/৬ ফোটা যে কোন কীটনাশক মিশিয়ে উপরে একটি ঢাকনা কিছুটা ফাঁক করে স্থাপন করতে হবে। এভাবে বিষটোপ তৈরী করে পোকা দমন করা যায়। বাজারে বিভিন্ন বাজারজাতকারী প্রতিষ্ঠানের ফেরোমন ট্রাপ কিনতে পাওয়া যায়। তা দিয়েও মাছিপোকা দমন করা যায় । একই সাথে আপনি কৃত্রিম পরাগায়ন করলেও অধিক লাউ পাওয়া যায়।

Exit mobile version