Site icon

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে ছায়াদানকারী গাছের চারা রোপণ

গাছের চারা রোপণ

গাছের চারা রোপণ

মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:

গাছের চারা রোপণ : শেরপুরের নকলা উপজেলার পাইষ্কা এলাকার তালুকদার স্মৃতি সংঘ-এর উদ্যোগে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে ছায়াদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী-২০২০ পালন উপলক্ষে শুক্রবার দুপুরের দিকে তালুকদার স্মৃতি সংঘের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক প্রস্তুতি সভা ও স্টেডিয়ামের চারপাশে ছায়াদানকারী ফুল, ফল ও কাঠ জাতীয় ছায়াদানকারী ১০০টি গাছের চারা রোপন করা হয়।

সংগঠনটির আহবায়ক মো. আতিক তালুকদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ হোসাইন, নকলা অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীম আহমেদ, যুব নেতা ওবায়দুল তালুকদার, সংগঠনটির যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর তালুকদার, সদস্য সুজন তালুকদার, সিরাজুল ইসলাম, মোকছেদুল, মনির হোসেন, তাওহীদ, ফারুক হোসেন, বজলুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালুকদার স্মৃতি সংঘের আহবায়ক আতিক বলেন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আমাদের নকলায় আগের চেয়ে বৃক্ষরোপন কর্মসূচি ব্যাপক হারে বেড়েছে। বিভিন্ন পরিবেশ বাদী ও বৃক্ষ প্রেমীদের পরামর্শক্রমে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী-২০২০ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। তারমধ্যে উপজেলায় বিভিন্ন জাতের ১০০ হাজার তথা একলক্ষ গাছের চারা রোপন কর্মসূচি উল্লেখ যোগ্য। আগামী বছরের ওই কর্মসূচিকে সফল করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলকে সহযোগিতা করার মনোভাবে প্রস্তুত থাকতে অনুরোধ জানান ইউএনও জাহিদুর রহমান।

Exit mobile version