নমুনা শস্য কর্তন
মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-২ মৌসুমের রোপা আমন ফসলের ধানীগোল্ড জাতের ধানের নমুনা শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার দুপুরের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলার নারায়নখোলা পূর্বপাড়া এলাকার কৃষক মো. মেরাজ উদ্দিনের ধানর ক্ষেতে আনুষ্ঠানিক ভাবে শস্য কর্তন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মণি, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলতাফ আলীসহ স্থানীয় গন্যমান্য, কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কৃষক মেরাজ উদ্দিনের অবাদী জমির ২০ বর্গ মিটার ধান কর্তন শেষে ভেজা অবস্থায় ১২ কেজি ফলন পাওয়া যায়। এ হিসাবে ২২ শতাংশ আদ্রতায় চালের উৎপাদন পাওয়া যায় প্রতি হেক্টারে ৩.৫৯ মেট্রিকটন। আর জাতীয় উৎপাদন লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে প্রতি হেক্টারে ৩.৬ মেট্রিকটন (চাল)।