Site icon

শেরপুরের নকলায় মৎস্য চাষীদের নিয়ে মাঠ দিবস

মৎস্য চাষীদের মাঠদিবস

মৎস্য চাষীদের মাঠদিবস

মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:

মৎস্য চাষীদের মাঠদিবস ঃ শেরপুরের নকলায় মৎস্য চাষীদের নিয়ে মাঠ দিবস করা হয়েছে। ৮ ডিসেম্বর রোববার দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন কমপ্লেক্স মিলনায়তনে বানেশ্বরদী ও ভূরদী এলাকার সিআইজি ভুক্ত ২টি মৎস্যচাষী সমবায় সমিতির সকল সদস্যদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রজেক্ট এর অর্থায়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং বানেশ্বরদী ইউনিয়নের স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লীফ) খন্দকার গোলাম সাদেকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক; ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রজেক্ট এর উপজেলা মৎস্য ক্ষেত্রসহকারী আরাফাতুল ইসলাম, ইউনিয়ন ক্ষেত্রসহকারী রাকিবুল ইসলাম সিহাব ও সুমনা আক্তার রিয়া প্রমুখ।

Exit mobile version