Site icon

শেরপুরের নকলায় মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

নকলায় মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন

মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি:

নকলায় মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন

স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- এই শ্লোগানকে ধারন করে শেরপুরের নকলায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করা হয়েছে।

১৮ জুলাই বুধবার উপজেলা মৎস্য অফিসের ওই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ক্ষেত্র সহকারী (রাজস্ব) হাফিজ উদ্দিন, ক্ষেত্র সহকারী (প্রকল্প) রাকিবুল ইসলাম সিহাব, উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মোহাম্মদ হযরত আলী, শাহ মোহাম্মদ ফুয়াদ, মো. মোশারফ হোসেন, হারুন-অর-রশিদ, শাহজাদা স্বপন, জাহাঙ্গীর আহমেদ হোসেন, মাহবুব হোসেন, মোত্তালেব সেলিম, শফিউল আলম লাভলু, শফিউজ্জামান রানা, জিয়াউল হক জুয়েল, শরীফ সরকারসহ মৎস্য অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আলোচনায় সম্ভাবনাময় মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় র‌্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মর্মে উপস্থিত সবাইকে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়।

দাওয়াত পত্র অনুযায়ী বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার এবং প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের লীপ ও মৎস্য চাষীরা উপস্থিত থাকবেন।

Exit mobile version