Site icon

শেরপুরের নকলায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ফলদ বৃক্ষ মেলা


মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি:
ফলদ বৃক্ষ মেলা ঃ শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে
“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিন
ব্যাপী ফলদ বৃক্ষ মেলা এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মেলা আজ রবিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলবে।
র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে,
পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ডাকবাংলো চত্বরে উপজেলা নির্বাহী অফিসার
জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।


র‌্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার
আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন; উপজেলা কৃষি
অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা ও ছানোয়ার
হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার
কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি,
মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, বিআরডিবি অফিসার মোশাররফ হোসেন,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর
রশিদ সরকার ও সহ-দপ্তর সম্পাদক অনীল কুমার রায়; উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর
আজাদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী, উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের
কৃষি কর্মকর্তা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয়
সাংবাদিক, বিভিন্ন এলাকার নার্সারী মালিক ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুল, ফল, কাঠ ও ঔষুধী বৃক্ষের
১১টি স্টল স্থাপন করা হয়েছে। আলোচনা সভা শুরুর আগে অতিথিরা মেলায় স্থাপিত
বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনের পরেই স্টল গুলোতে ক্রেতা সাধারনদের ভীড় জমে যায়।

Exit mobile version