Site icon

শেরপুরে সব্জী ও ফলমূলে কীটনাশকের ক্ষতিকর প্রভাব শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) :

শেরপুর খামার বাড়ী মিলনায়তনে ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে সব্জী ও ফলমূলে কীটনাশকের ক্ষতিকর প্রভাব শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন পর্যায়ে দেড় শতাধিক কৃষককে বিষমুক্ত সব্জী ও ফলমূল উৎপাদনের কৌশল শেখান বীনা ময়মনসিংহের কীটতত্ত্ব বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তাজমুল হক। এসময় সব্জী, ফল ও ফসলের রোগবালাই নিয়ে কৃষকদের নানা পরামর্শ দেন বীনা ময়মনসিংহের রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল কাশেম।

নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আখতারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাথিউল হক প্রমুখ।

মেধাবী রনির পাশে দাঁড়ালো নকলা ‘নঅমেসস’

শেরপুর সদর উপজেলার সূর্যদ্দী দক্ষিণপাড়া গ্রামের অদম্য মেধাবী ময়মনসিংহ নটরডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ রনি মিয়ার পাশে দাড়াঁলো নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা (নঅমেসস) নামের একটি সেচ্ছা সেবী সংগঠন।

জানা গেছে, শেরপুর জেলা শাখার মানবাধিকার সংস্থা ও শেরপুর ডায়েবেটিক সমিতির সভাপতি সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়ার ফেসবুক স্টেটাসে ওই মেধাবী শিক্ষার্থীর খোঁজ পান নঅমেসস-এর কর্মকর্তাগন। তাদের ইচ্ছা ও আগ্রহের বহিঃপ্রকাশে সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান সহায়তার হাত বাড়ান। রনিকে মেধাবৃত্তি হিসেবে প্রতিমাসে নগদ টাকা তোলে দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। তার অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার ওই সংস্থার সভাপতি মোঃ নাসির উদ্দিন ময়মনসিংহ নটরডেম কলেজ হোস্টেলে গিয়ে মোঃ রনি মিয়ার হাতে মেধাবৃত্তির প্রথম কিস্তির টাকা তোলে দেন। এসময় সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মোঃ স্বপন আহম্মেদসহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ওই সংস্থার পক্ষ থেকে প্রতি মাসে রনিকে একহাজার করে টাকা দেওয়া হবে বলে জানান সংস্থার কর্মকর্তাগন।ওই সংস্থার কার্যক্রমকে ত্বরান্বিত করতে পরামর্শসহ সার্বিক সহযোগিতা করছেন অষ্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান। তিনি সুদূর প্রবাসে থেকেও বর্তমানে ওই সংগঠনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করে আসছেন বলে জানান সংস্থাটির কর্তৃপক্ষ।

 

Exit mobile version