Site icon

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুশাসন বিষয়ক কর্মশালা

মোঃ বশিরুর ইসলাম, শেকৃবি থেকেঃ

সুশাসন বিষয়ক কর্মশালা ঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সুশাসন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ এই কর্মশালা উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও সহকারী রেজিস্ট্রারদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুহিন শুভ্র রায়ের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জমান খান। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বিআইএম এর ব্যবস্থাপনা উপদেষ্টা এম আমিনুর।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এছাড়া কর্মকর্তাদের সময়মতো অফিসে আসার এবং সততার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

Exit mobile version