নূরুল মামুনঃ অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদকে উপাচার্য হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ ১৪ আগষ্ট ২০১৬ তারিখ শিক্ষা মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত এক জিও জারি করা হয়েছে। এতে বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যাঞ্চেলর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ১০(১) ধারা মোতাবেক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ কে আগামি ৪ বছরের জন্য উপাচার্য নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া উপ-উপাচার্য হিসাবে অধ্যাপক সেকেন্দার আলী ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক আনোয়ারুল হক বেগ কে নিয়োগ প্রদান করা হয়েছে।