Site icon

শ্রীলঙ্কান বিশ্ববিদ্যালয়ের সাথে ইবিএইউবি-এর সমঝোতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীলঙ্কান বিশ্ববিদ্যালয়
কৃষি সংবাদ ডেস্কঃ ১৭ আগস্ট, ২০১৬ তারিখে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) এর নিজস্ব মিলনায়তনে শ্রীলঙ্কান সাবারাগামুয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা- গবেষণায় সংযোগ স্থাপন, শিক্ষক-গবেষক বিনিময়সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা করার উদ্যোগ গ্রহন করা হয়। অনুষ্ঠানে ইবিএইউবি-র প্রতিনিধিত্ব করেন উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান এবং শ্রীলঙ্কার সাবারাগামুয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন প্রাক্তন উপাচার্য ও সিনিয়র প্রফেসর ড. রোহানা মহালিয়ানারাচ্চি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জাবিদ হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রুরাল প্লানিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী বিনিময় ছাড়াও যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার, ওয়ার্কশপের সুযোগ সৃষ্টি হবে বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version