Site icon

সমন্বিত ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুত পবিপ্রবি

সমন্বিত ভর্তি পরিক্ষার

সমন্বিত ভর্তি পরিক্ষার
মোঃ ইমরুল কায়েস,পবিপ্রবি প্রতিনিধিঃ
সমন্বিত ভর্তি পরিক্ষার ঃ কৃষি সম্পর্কিত সাতটি বিবিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল ৩০ ডিসেম্বর। ভর্তি পরিক্ষাকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রশ্ন ফাঁস এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। স্থানীয় পুলিশ ও প্রশাসনের সাথে সমন্বয় করে এসব ব্যাবস্থা নেওয়া হয়েছে।

বাড়তি নিরাপত্তা হিসেবে ভর্তি পরিক্ষার দিন পরিক্ষা কেন্দ্রের এলাকায় সকল ধরনের নেটওয়ার্ক সিস্টেম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে আসতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া ও খাবারের দাম বেশি নিতে না পারে সে ব্যাপারেও সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়াও বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য রিজিওনাল সংগঠনের ব্যানারে হেল্প ডেস্ক বসানো হয়েছে এবং আবাসিক হলে থাকার ব্যাবস্থা করা হয়েছে। উলেখ্য এ বছরই প্রথম কৃষি সম্পর্কিত সাতটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর সমন্বিত ভর্তি পরিক্ষার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ।

Exit mobile version