সার্ক দেশ সমূহের মৎস্য বিশেষজ্ঞদের অংশ গ্রহণে ‘পলেসি ফার্মিং অন ফিশ বায়োডারভেসিটি ম্যানেজমেন্ট ইন ট্রান্সবাউন্ডারি রিভার্স’ শীর্ষক ৩ দিন ব্যাপী এক আঞ্চলিক বিশেষজ্ঞ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) অনুষ্ঠিত হয়েছে। সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুল হাসান খান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশ সমূহের আন্তঃনদী গুলোতে পর্যাপ্ত পরিমাণে মৎস্য সম্পদ রয়েছে। বর্তমানে পরিবেশ দূষণের ফলে মাছের এ জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। তাই আন্তঃনদী গুলোর সমস্যা সমাধান করে মাছের জীববৈচিত্র্য চিহ্নিতকরণে সার্ক দেশ সমূহের মৎস্য বিশেষজ্ঞদের সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আকবর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক শাখার মহাপরিচালক তারেক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন এসএসি’র (SAC) পরিচালক ড. এস এম বখতিয়ার। অনুষ্ঠানের সার সংক্ষেপ উপস্থাপন করেন এসএসি’র (SAC) উর্ধ্বতন প্রোগ্রাম বিশেষজ্ঞ ড. শিব শঙ্কর গিরি। আঞ্চলিক বিশেষজ্ঞ আলোচনা সভায় সার্কভুক্ত দেশের আন্তঃনদী গুলোর সমস্যা, প্রতিবন্ধকতা, ভবিষ্যত, নীতিমালা, কর্মকৌশল এবং মাছের জীববৈচিত্র্য চিহ্নিতকরণ বিষয়ে বক্তারা আলোচনা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিস এডুকেশান, মুম্বাই এর সাবেক পরিচালক ও ভাইস চ্যান্সেলর ড.এস.ডি.ত্রিপাঠি। সভায় বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, ও শ্রীলংকার বিশেষজ্ঞবৃন্দ অংশগ্রহণ করেন।
কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম