সিভাসু’তে প্রধান প্রকৌশলী
কৃষি সংবাদ ডেস্কঃ
সিভাসু’তে প্রধান প্রকৌশলী ঃ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালযয়ের প্রধান প্রকৌশলী শাহ্ মো. জিল্লুর রহমান-এর অবসর গ্রহণ উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপাচার্যের একান্ত সচিব মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ায় অনুষ্ঠানে তাঁকেও সংবর্ধনা দেওয়া হয়।
আজ (০৬.১১.১৯) দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। সভাপতিত্ব করেন অফিসার সমিতির সভাপতি ডা. কাজী রোখসানা সুলতানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, লাইব্রেরিয়ান মো. হাবিবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম, ডেপুটি রেজিস্ট্রার প্রকৌশলী জয়নাল আবেদীন, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান, সহকারী রেজিস্ট্রার চমক চন্দ, সহকারী প্রকৌশলী (চ.দা.) মো. আলমগীর মনসুর প্রমুখ। অফিসার সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, কোন প্রতিষ্ঠানের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে প্রধান প্রকৌশলীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভাসু’র অভূতপূর্ব অগ্রযাত্রায় বিদায়ী প্রধান প্রকৌশলীর অসামান্য অবদান রয়েছে। তাঁর এ অবদানের কথা সিভাসু পবিবার সবসময় স্মরণ করবে। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদ্বয়কে ক্রেস্ট ও বই দিয়ে সম্মান জানানো হয়।