Site icon

সিরাজগঞ্জ সদরে কৃষকের মাঝে কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ

Combined Harvester

কম্বাইন হার্ভেষ্টার

কৃষি সংবাদ ডেস্কঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিরাজগঞ্জ সদরের আয়োজনে  ৫০% ভর্তুকিতে ধান কাটা,মাড়াই,ঝাড়াই ও বস্তা বন্দি করার দুটি কম্বাইন হার্ভেষ্টার মেশিন দুজন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল ০৭/০৫/২০২০ ইং তারিখ রোজ বৃহস্পতিবার  সদর উপজেলা পরিষদ থেকে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের তত্বাবধানে পরিচালন বাজেটের আওতায় উন্ময়ন সহায়তার লক্ষে সরকারি ৫০% ভুর্তকি মুল্যে কৃষকদের মাঝে এ মেশিন দুটি বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজ উদ্দিন,চেয়ারম্যান, উপজেলা পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার অসীম কুমার,উপজেলা নির্বাহী অফিসার,জনাব  এস.এম.নাছিম রেজা নুর দিপু, ভাইস চেয়ারম্যান, কৃষিবিদ মোঃ রোস্তম আলী,উপজেলা কৃষি অফিসার, সিরাজগঞ্জ সদর ও সাব্বির আহমেদ সিফাত,কৃষি সম্প্রসারণ অফিসার,কোম্পানীর প্রতিনিধি ও ক্রয়কারী কৃষক।বিতরণকৃত প্রতিটি কম্বাইন হার্ভেস্টারের বাজার মূল্য ২৮ লাখ টাকা। এতে সরকার ভর্তুকি দিচ্ছে ১৪ লাখ টাকা। আর কৃষক দিয়েছেন ১৪ লাখ টাকা।

Exit mobile version