Site icon

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ জন সেরা গবেষককে সম্মাননা প্রদান

বাকৃবি প্রতিনিধি

সেরা গবেষককে সম্মাননা ঃ আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫ জন সেরা গবেষককে তাদের গবেষণার জন্য সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে দুই দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করে বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস)।

বাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান। কর্মশালায় পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, এ.সি.আই. এর কৃষিব্যবসার নির্বাহী পরিচালক ড.এফ.এইচ. আনসারী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষদের ডিনসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশনের সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান বলেন “ যে কোন গবেষণাই মূলত বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের চাবিকাঠি। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি আরও ব্যাপক করতে হবে।”

Exit mobile version