Site icon

হাবিপ্রবির স্থাপত্য বিভাগের স্থাপত্যশৈলী প্রদর্শনী শুরু হচ্ছে আজ

হাবিপ্রবি প্রতিনিধিঃ

স্থাপত্যশৈলী প্রদর্শনী

আজ ১৩ এপ্রিল ২০১৭ থেকে দুই দিন ব্যাপী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ একটি স্থাপত্যশৈলী প্রদর্শনী আয়োজন করেছে। স্থাপত্য বিভাগের প্রথম বৃহৎ যাত্রায় প্রদর্শনীটির নামকরণ করা হয়েছে ” স্থাপত্যে অনুবন্ধ “। স্থাপত্যের কুশীলব, হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয় টি.এস.সি. এর দ্বিতীয় তলায় আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীটির শুভ উদ্বোধন করবেন  অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য  অধ্যাপক ড. আবুল কাশেম । প্রদর্শনীটি ১৩ই এপ্রিল সকাল ৯.০০টায় শুরু হয়ে ১৪ই এপ্রিল রাত ৮:৩০ পর্যন্ত চলবে। প্রদর্শনীটিতে সারা বিশ্বের বিখ্যাত কিছু স্থাপনার পাশাপাশি স্থাপত্য বিভাগীয় মনোমুগ্ধকর ও যুগোপযোগী সৃষ্টিকর্মগুলো প্রদর্শন করা হবে।
সুন্দর সুন্দর মডেল(স্থাপনা), বিভিন্ন ভাস্কর্য, বিখ্যাত ব্যক্তিদের পিক্সেল, ফটোগ্রাফি, রংয়ের বিভিন্ন কর্মযজ্ঞ, 2D,3D চিন্তাশীল কম্পোজিশন, লাইন প্লেন এর যুক্তিযুক্ত খেলা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের অজানা ক্ষমতা ইত্যাদির মাধ্যমে প্রদর্শনীটিকে সাজানো হয়েছে।
ব্যস্ত জগতকে কিছুক্ষণ বিরতি দিয়ে সুন্দর মনের মানুষগুলো চাইলে স্থাপত্য জগতে বিচরণ করতে পারেন। স্থাপত্য পরিবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত প্রদর্শনী্টি “স্থাপত্যে অনুবন্ধ” এ সকলকে সুস্বাগতম জানাচ্ছে।
ভালো লাগার অঙ্গীকার ব্যক্ত করে স্থাপত্য পরিবা্র সকলকে প্রদর্শনীতে আসার আহ্ববান জানিয়েছেন। প্রদর্শনীটির মিডিয়া পার্টনার হিসেবে আছে  দেশের অন্যতম জনপ্রিয় ওয়েবপোর্টাল কৃষি সংবাদ ডট কম, ক্যাম্পাস ২৪ ডট কম, রাইজিং বিডি ।

Exit mobile version