Site icon

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাকৃবির শহীদ নাজমুল আহ্সান

 স্বাধীনতা পুরস্কার

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধিঃ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহ্সান।  মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসরকারি সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার-২০১৭ পাাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহ্সান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের কাছে এ পুরস্কার তুলে দেবেন।

স্বাধীনতা পুরস্কার

১৯৪৫ সালের ২১ জানুয়ারি শেরপুর জেলার নলিতাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন নাজমুল আহ্সান। ১৯৭১ সালে তিনি কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের ৫ম বর্ষের ছাত্র ছিলেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ওই বছরের ৬ জুলাই শেরপুর জেলার রাঙ্গামাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। একই যুদ্ধে শহীদ হন তাঁর দুই চাচাত ভাই। নাজমুল আহ্সান তাঁর নিজ গ্রামে শায়িত রয়েছেন। তাঁর স্মৃতি সরূপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ নাজমুল আহ্সান হল প্রতিষ্ঠা করা হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, শহীদ নাজমুল আহ্সান ছিলেন একজন মেধাবী এবং সহসী ছাত্র। তিনি বাকৃবি তথা দেশের গর্ব। স্বাধীনতার ৪৬ বছর পর এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।

 

Exit mobile version