হাবিপ্রবিতে আই.আর.টি
হাবিপ্রবিতে আই.আর.টি ঃ আজ ৩০ সেপ্টেম্বর ২০১৯ দিনাজপুরে ইন্সটিটিউট অব রিসার্স এন্ড ট্রেইনিং (আই.আর.টি) এর আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Extraction and Characterization of Health Promoting Phytochemicals from Black Berry Fruits and Their Application in Food Product Development” শীর্ষক প্রজেক্টের গবেষণার অভিজ্ঞতার উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে স্বাস্থ্য ও খাদ্যদ্রব্যের ব্যবহার বৃদ্ধিতে কালোজামের গুরুত্ব তুলে ধরা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আই.আর.টি এর কনফারেন্স কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই.আর.টি এর পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম।
আইআরটি এর সহকারী পরিচালক মো.শাজাহান মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার বলেন,শুধু গবেষণা করলেই হবেনা সেই গবেষণার ফলাফল যেন দেশ ও জাতির কাজে আসে সেদিকে নজর দিতে হবে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি গবেষণা, আমি এই গবেষণা প্রকল্পের উত্তরোত্তর সফলতা কামনা করছি ।
শেষে অনুষ্ঠানের সভাপতি আই.আর.টি এর পরিচালক প্রফেসর ডা. মো. তারিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন আমি যোগদানের পরই মাননীয় ভিসি স্যারের সহযোগিতায় আই.আর.টি কে ডিজিটালাইজড করার উদ্যোগ গ্রহন করি। এর ফলাফল স্বরূপ আই.আর.টি এখন পুরোপুরি ডিজিটালাইজড এর পথে। সামনে আপনারা এর সুফল দেখতে পারবেন। তিনি উক্ত প্রজেক্টের প্রধান গবেষক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মারুফ আহমেদের গবেষণার জন্য শুভকামনা জ্ঞাপন করেন।
এরপর সেমিনারে প্রজেক্টের প্রধান গবেষক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও এফপিপি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মারুফ আহমেদ তার গবেষণা অভিজ্ঞতা উপস্থাপন করেন। প্রজেক্টে সহকারী গবেষক হিসেবে কাজ করছেন বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ড. মোঃ আজিজুল হক।
সেমিনারে এফপিপি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ হাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। -কৃষি সংবাদ ডেস্ক