Site icon

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ শুরু

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন

কৃষি সংবাদ ডেস্ক :

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ঃ আজ ১০ মার্চ ২০১৯, হাবিপ্রবি, দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

হাবিপ্রবি’র শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক প্রফেসর শাহ্ মো. মঈনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাজিব হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব সুজন কান্তি মালি ও আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ আয়োজক কমিটির সদস্য-সচিব হাবিপ্রবি’র শরীরচর্চা শিক্ষা শাখার উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীর ও মন সুস্থ রাখার অন্যতম প্রধান উপায় খেলাধুলা করা। তিনি অংশগ্রহণকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের খেলোয়ারদের খেলোয়ার সুলভ মনোভাব পোষণ করার আহ্বান করেন এবং সকল খেলা যাতে সুন্দর, সুষ্ঠু ও পক্ষপাতহীনভাবে পরিচালিত হয় সে ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, হাবিপ্রবি ভেন্যুতে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ এ ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।

হাবিপ্রবি’তে হেকেপ প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

আজ ১০ মার্চ ২০১৯ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুয়ারেন্স সেলের তত্ত্বাবধানে উক্ত প্রকল্পের সমাপনী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

আইকিউএসি সেল-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উক্ত ওয়ার্কশপে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি বিভাগের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এ প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রেখেছে বলে আমি বিশ্বাস করি। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরও যে সব প্রকল্প হাতে নিবেন তা বাস্তবায়নে আমরা সকলে বদ্ধ পরিকর থাকব এই প্রত্যাশা করি।

উক্ত ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, হল সুপার, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।

Exit mobile version