Site icon

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাবিপ্রবিতে ডিএনএ দিবস পালিত

কৃষি সংবাদ ডেস্কঃ

হাবিপ্রবিতে ডিএনএ দিবস

আজ ২৫ এপ্রিল ২০১৮ তারিখ দিনাজপুরস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিএনএ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা।

র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সন্মুখে দিবসের তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস। এছাড়া, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. নাহিদ আক্তার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, সহকারী পরিচালক ড. মো. রাশেদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. মো. ইমরান পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস বলেন ডিএনএ এর প্রয়োগিক বিষয়ের গবেষণার মাধ্যমে কৃষি, মৎস্য, লাইভ-স্টোক ও ঔষধ শিল্পেসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। নতুন নতুন জাত উদ্ভাবন রোগ প্রতিরোধ, জীন-ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে জেনেটিক্যালি মোডিফাইট অর্গানিজম, এন্টিবায়োটিক, রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন বেড়েছে।

Exit mobile version