Site icon

হাবিপ্রবিতে তদানীন্তন কৃষি কলেজের ৩য় ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি:

৩য় ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

“এসো মিলি প্রাণের স্পন্দনে স্মৃতিরা থাকুক মায়ার বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ শুক্রবার এবং ৩ মার্চ  শনিবার পর্যন্ত দুই দিন ব্যাপি ১ম পুনর্মিলনীর আয়োজন করে সাবেক হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজের ৩য় ব্যাচ (৮৯-৯০ সেশন)।   সকালে হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালীর মাধ্যমে শুরু হয় পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা। হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ড. মু. আবুল কাশেমের উপস্থিতিতে বর্ণাঢ্য এক র‍্যালী ব্যান্ডের তালে তালে ক্যাম্পাস প্রদক্ষিন করে। রংবেরঙ্গের বেলুন ফ্যাস্টুন আর আলোক সজ্জায় এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করে।

সাবেক হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজের (হামোদাকৃক) ১৯৮৯-৯০ সেশনের প্রথম পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। উপাচার্য বেলুন উড়িয়ে ও কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।  উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধির ক্ষেত্রে অ্যালামনাই’র ভূমিকা গুরুত্বপূর্ণ ।” তিনি বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করেন ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. তারিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আলম, পোষ্ট গ্র্যাজুয়েট অনুষদের ডীন অধ্যাপক মিজানুর রহমান র‍্যালীতে অংশগ্রহণ করেন । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণ এতে অংশ গ্রহণ করেন। কৃষিবিদ নুরুল হুদা আল মামুন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আলম, পোষ্ট গ্র্যাজুয়েট অনুষদের ডীন অধ্যাপক মিজানুর রহমান, প্রফেসর টি এম টি ইকবাল, প্রফেসর ড.সাইফুল হুদা প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। তিনি সফলভাবে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সার্বিক সহযোগীতার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পুনর্মিলনীতে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল স্মৃতিচারণ, দর্শনীয় স্থান ভ্রমণ, সিনিয়র-জুনিয়র প্রীতিভোজ, খেলাধুলা, ক্যাম্পাস প্রদক্ষিন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

Exit mobile version