মোস্তাফিজুর রহমান
হাবিপ্রবিতে তনু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেধাবী ছাত্রী তনুর নির্মম হত্যাকান্ডের মুল হোতাদের গ্রেফতার করে শাস্তির দাবীতে মানব বন্ধন করছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) সাধারণ ছাত্রছাত্রীরা। আজ দুপুর বারোটায় ক্যাম্পাসের সামনে দিনাজপুর –রংপুর ও ঠাকুরগাও মহাসড়কের প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করছে তারা।
আর এই রকম কোন নিমর্ম ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা দেখতে চাইনা, আমরা কী নিরাপদ? প্রশাসন আজ কোথায়? স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। এমন ফেস্টুন দেখা যায় অনেকের কাছে।
মানববন্ধনের এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যে ক্যাম্পাসের বিভিন্ন সংঘঠনের নেতারা, তারা তনু হত্যার মুল হোতাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। তার অরো বলেন, বাংলাদেশে কোন ঘটনা ঘটার পর সুষ্ঠ্য তদন্তের মাধ্যমে বিচারের অভাবে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়।
কী অপরাধ আমাদের? শিক্ষিত হয়ে নিজের জন্য দেশের জন্য কাজ করাতে চাওয়ায় কি অপরাধ! আমাদের আর যেন কোন বোনের, কোন সহপাঠির, কোন বন্ধুর নির্মম মৃত্যূ দেখতে না হয়, আমরা শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এর নিশ্চয়তা চাই।
উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী তনু হত্যার বিচারের দাবীতে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আন্দোলন করছে।
কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম