Site icon

হাবিপ্রবিতে শিক্ষককে কোর্স কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শিক্ষককে অব্যাহতি

হাবিপ্রবি প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে কোর্স কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন বিভাগের শিক্ষার্থীরা ।

মঙ্গলবার দুপুর ১ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত বিভাগে অবস্থান ধর্মঘট পালন করেন বিভাগের শিক্ষার্থীরা । ০৯ সেপ্টেম্বর সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফি বিনতে আকরামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কোর্স কার্যক্রম থেকে অব্যাহতির লিখিত আবেদন করেন লেভেল-৩, সেমিষ্টার-১ এর শিক্ষার্থীরা । তখন থেকে ক্লাস বর্জন করে আসছেন শিক্ষার্থীরা আবেদনপত্রে শিক্ষার্থীরা ঐ শিক্ষকের বিরুদ্ধ শ্রেণীকক্ষে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অন্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সামনে অপদস্থ ও হেনস্থা, ইচ্ছাকৃত ভাবে পরীক্ষায় পাস না করানো, ফাইনাল পরীক্ষা ও প্রস্তুতিমূলক ছুটির সময় ক্লাস নেওয়া, ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ, কুইজ-অ্যাসাইনমেন্টে আশানুরূপ ফলাফল না দেওয়া, নির্দিষ্ট সময়ে ক্লাস না নেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন । তাদের আবেদন মেনে নেওয়ার দাবিতে দুপুর ১ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত বিভাগে অবস্থান ধর্মঘট পালন করেন বিভাগের শিক্ষার্থীরা ।

এ সময় বিভাগীয় চেয়ারম্যান আব্দুর রশিদ পলাশ নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। বিভাগের ১ম আবর্তনের এক শিক্ষার্থী বলেন, আমরা ঈদের আগেই বিষয়টি বিভাগে জানিয়েছি । সমস্যার কোন সমাধান না হওয়ায় লিখিত অভিযোগ দিয়েছি । যতক্ষণ পর্যন্ত আমাদের কোর্স কার্যক্রম থেকে তাকে অব্যাহতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না । একই আবর্তনের আরেক শিক্ষার্থী বলেন, অনুষদীয় ডীন বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। অনুষদের ডীন অধ্যাপক এ. টি. এম. রেজাউল হক বলেন, ‘আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি ।

 

Exit mobile version