মোঃ ইমরুল হাসান, পবিপ্রবি থেকেঃ
পবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন ঃ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকবৃন্দ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন হয়। আজ রবিবার বেলা ১২ টায় কৃষি অনুষদের সামনে এ মানববন্ধনে প্রায় দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত পবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ক অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবী জানান।
ব্যাবসা প্রশাসন ও ব্যাবস্থাপনা অনুষদের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম এর সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাবসা প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডীন অধ্যাপক বদিউজ্জামান, প্রভাষক জাকারিয়া আরেফিন, সহকারী অধ্যাপক মোঃ মমিন উদ্দিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম, অধ্যাপক ড. মাসুদুর রহমান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুসদের সহকারী অধ্যাপক সুজন কান্তি মালী, কৃষি অনুষদের অধ্যাপক ড. জেহাদ পারেেভজ, সহযোগী অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদ, রোজস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরী এবং সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শাহীন হোসেন।
শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেন তার বক্তব্যে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি বিষয়ক যে অভিন্ন নীতিমালা প্রনয়ন করা হয়েছে সেটা অযৌক্তিক এবং অগ্রহনযোগ্য। আমরা দ্রুত এ অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা কিছু দাবি পেশ করছি। দাবিগুলা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালু, অধ্যাপকদের মধ্যে ৫০ শতাংশ গ্রেড ১ এ উন্নতিকরন, গবেষনার জন্য শিক্ষকদের আলাদা তহবিল তৈরি করা। তিনি আরো বলেন যদি এ নীতিমালা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবো।