মোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধিঃ
আইন ডিগ্রির দাবীতে ঃ ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের বিএসসি ডিগ্রির পরিবর্তে আইন ডিগ্রির দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা।
৯ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রির পরিবর্তে আইন ডিগ্রির দাবী জানান। শিক্ষার্থীরা আরো বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় আমাদেরও আইন ডিগ্রি প্রদান করা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থী কেএম মহিবুল্লাহ, রেদোয়ান ইসলাম অমি, নাঈম, সামিউল, অন্তরা দাস, শায়লা, তরিকুল ইসলাম জয় সহ অনেকে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে। মানববন্ধনে অনুষদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এর আগে শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বরাবর এক স্বারক লিপি দেয়। এতে তাদের আন্দোলনের কারণ সমূহ এবং দাবি সমূহ
নিয়ে বিস্তারিত আলোচনা করে।