বাকৃবি প্রতিনিধিঃ
আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব
পরে শিক্ষার্থীরা ১ ঘণ্টার বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনের উৎসবের দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এ সময় ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের আহ্বায়ক অধ্যাপক ড. আ. খ. ম. গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়লের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। উপ-উপাচার্য তার বক্তব্যে বলেন, এরকম প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা করবে।
আরও বক্তব্য দেন জীববিজ্ঞান উৎসবরের সভাপতি অধ্যাপক ড. শহীদুর রহমান ভুইয়া, সহকারী সম্পাদক অনিরুদ্ধ প্রামাণিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন প্রমুখ।
উৎসবে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারির তিনটি ক্যাটাগরিতে ১৩৯জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। যারা আগামী ১৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিততব্য জাতীয় উৎসবে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, ময়মনসিংহ আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার জেলার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির এক হাজার ৩৫০ জন শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করে।