শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি
আদর্শ ক্যাম্পাস গড়ার লক্ষে রবিবার দুপুর দেড় টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক মানব বন্ধন অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ,বাকৃবি শাখা। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে আয়োজিত এক মানববন্ধনে নেতারা নানা অঙ্গীকার করে বাকৃবি ছাত্রলীগ।
মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ ও মাদকের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে বাকৃবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ছাত্রলীগ। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন, সহযোগী ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো.আলমগীর হোসেন, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মো. সাইদুর রহমান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সোহান প্রমুখ বক্তব্য রাখেন। মানবন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী এক মাসের মধ্যে ক্যাম্পাস মাদকমুক্ত ঘোষণা করা হবে। পরিস্কার-পরিচ্ছন ও অনৈতিক কর্মকান্ডবিহীন এক সুন্দর ক্যাম্পাস গড়ে তুলা হবে। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে শুধু ছাত্রলীগকে এগিয়ে আসলে হবে না, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে এগিয়ে আসতে হবে। ছাত্রলীগের কোন নেতাকর্মী মাদকের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে প্রায় ৫ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।