কৃষি সংবাদ ডেস্কঃ
হাবিপ্রবি চ্যাম্পিয়ান ঃ গত ১৪ মার্চ ২০১৯ আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ এ ছাত্র ও ছাত্রী দুটি গ্রুপেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। প্রথম রানার্স-আপ হয়েছে ছাত্র ও ছাত্রী দুটি গ্রুপ ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ও ছাত্রী দুটি গ্রুপ। গত বুধবার রাতে হাবিপ্রবি’র অডিটোরিয়াম- ২ এ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলদ্বয়কে ট্রফি তুলে দেন হাবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
হাবিপ্রবি’র শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক প্রফেসর ড. শাহ্ মো. মঈনুর রহমান-এর সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতা মোমিনুল হক রাব্বি ও রিয়াদ খান। স্বাগত বক্তব্য রাখেন আন্তঃবিশ^বিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ আয়োজক কমিটির সদস্য-সচিব হাবিপ্রবি’র শরীরচর্চা শিক্ষা শাখার উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চলনা করেন হাবিপ্রবি’র শিক্ষক মাঈনুদ্দিন রাসেল।
উল্লেখ্য, গত ১০ মার্চ থেকে হাবিপ্রবি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ এ ২০টি সরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
হাবিপ্রবি’তে ফসলি সেবা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ ও এসিআই এর তত্ত্বাবধানে ইন্টিলিজেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেম প্রকল্পের আওতায় ফসলি অ্যাপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফারুক হাসানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন এসি আই এগ্রিবিজনেস ডিজিটাল স্ট্রটেজির জেনারেল ম্যানেজার মো. শামিম মুরাদ ও আইডিএসএস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মির্জা খলিল জিবরান। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন