আন্তর্জাতিক অসলো রোটারি বৃত্তি পেলেন সিকৃবি’র ১৪ জন মেধাবী শিক্ষার্থী

আন্তর্জাতিক অসলো রোটারি

সিকৃবি প্রতিনিধি :

আন্তর্জাতিক অসলো রোটারি: মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা স্বরূপ অসলো ইন্টান্যাশনাল রোটারি ক্লাব (ওআইআরসি) প্রদত্ত বৃত্তি পেলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের (সিকৃবি) ১৪ জন মেধাবী শিক্ষার্থী। ২৭ আগস্ট রবিবার সিকৃবি’র কৃষি অনুষদের ভার্চুয়াল ক্লশরুমে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। পরিচালক বহিরাঙ্গন ড. তিলক চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ওআইআরসি’র প্রেসিডেন্ট ইরিনা আনকা তানাসি এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন সরকার। অনুষ্ঠানে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জয়কৃষ্ণ চন্দ্র বিশ^ শর্মা, দীপ্তি রাণী দে, মৌসুমী পাল, তারিন তাবাস্সুম এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জিনিয়া জাফরিন নিঝুম, সাথী রাণী দাস, নাহিদা সুলতানা, মান্না দাস, রাইসা হোসাইন প্রিয়তি, পিংকি দেবনাথ, মোঃ ওমর ফারুক, স্বর্ণালী তালুকদার, আরিফা আক্তার, মোঃ মাহমুদ আলী কে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *