শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি
২৫ শে মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। ১৫ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয়-৭১ এর পাদদেশে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর । এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, অফিসারব ও কর্মকতাবৃন্দ। মানববন্ধনের সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বে হলোকস্ট ও আর্মেনীয় গণহত্যা যেভাবে আলোচিত হয় আমাদের ২৫মার্চের মহান ত্যাগ ততটা আলোচনায় আসে না। দীর্ঘদীন পরে হলেও গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা এই দিবসকে আর্ন্তজাতিকভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানাই। এর ফলে যেখানেই গণহত্যার চেষ্টা চলবে তার বিরুদ্ধে মানুষের চেতনা জাগ্রত হবে।