আহকাব ফেয়ারে ড্রিম এনিমেল ফার্মার চমকপ্রদ স্ট্রল
সহযোগী সম্পাদক: কৃষিসংবাদ ডট কম
ড্রিম এনিমেল ফার্মার চমকপ্রদ স্ট্রল
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আহকাব আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক ডেইরী, পেট এএন্ড ফিস মেলায় অংশগ্রহণ করেছে ড্রিম এনিমেল ফার্মা। দুই তলায় ১৮৯ নং তাদের স্টল রয়েছে।
প্রথম দিন থেকেই তাদের স্টলে ছিল দর্শনার্থীদের ভীড়। নতুন ফার্মা হিসাবে ২০১৪ সালে যাত্রা করলেও ইতোমধ্যে ডাক্তার ও খামারীদের মনে জায়গা করে নিয়েছেন। মানসম্পন্ন প্রায় ২০ টা প্রডাক্ট নিয়ে স্ট্রলে আছেন এমডি ডা. মিনহাজুল আবেদিন নান্নু সহ প্রতিষ্ঠানের অনান্যরা।
ম্যানেজিং ডিরেক্টর বলেন, আমরা নতুন প্রতিষ্ঠান হিসাবে বেশ গ্রহণ যোগ্যতা পেয়েছি। প্রথম দিনে দর্শকদের জানার আগ্রহ আমাদের কোম্পানির পরিচিতি বাড়ছে। এই মেলায় প্রাণি সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ আমিষের ব্যাপারে খামারীদের মাধ্যেও সচেতনতা বাড়বে।
তিনি মানসম্পন্ন প্রডাক্ট খামারীদের কাছে সরবরাহের প্রতিশ্রুতি জানান।