বাকৃবি প্রতিনিধিঃ ইউএনও দ্বারা শিক্ষক
দুই শিক্ষককে লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সকল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ মানববন্ধন করেন।
জানা গেছে, গত ৬ মে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মারজিয়া রহমান পিতার মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বামীর সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহমুদুল আলমসহ স্ব-পরিবারে বাড়ি যাচ্ছিলেন। এসময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ী তাদের গাড়িকে সামান্য ধাক্কা দিয়ে সামনে গিয়ে দাড়ায়। পরে ইউএনও এর গাড়ির ড্রাইভার বেরিয়ে এসে ওই গাড়ির ড্রাইভার সহ শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল করে। বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিচয় জানা সত্ত্বেও গাড়িতে বসে থাকা ইউএনও আবুল কালাম মো. শাহীন কোন প্রতিবাদ না করে বলেন, যখন মরার বাড়িতে যাচ্ছেন চলে যান। এ ঘটনায় অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষীপ্ত হয়ে মানববন্ধন এবং দৃষ্টান্তমূলক জড়িতদের শাস্তির দাবি করেন। এ বিষয়ে ইউএনও আবুল কালাম মো. শাহীনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।