প্রযুক্তি প্রদর্শনী
কৃষিবিদ নিয়াজ মুর্শীদ
প্রযুক্তি প্রদর্শনী ঃ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাধীন সলিমপুর ইউনিয়ের ভারইমারী গ্রামে গত ১৯-১২-২০১৯ তারিখে ইস্পাহানি এগ্রো লিমিটেডের একক আয়োজনে অনুষ্ঠিত হয় “ইস্পাহানি কৃষি পন্য ও প্রযুক্তি প্রদর্শনী মেলা”। বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক আলহাজ্ব মোঃ রবিউল সরদার এর সভাপতিত্বে উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার, ইস্পাহানি এগ্রো লিমিটেড, বগুড়া, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এএসএনএম সবুর খান লিমন, ডেপুটি ম্যানেজার, মার্কেট ডেভলপমেন্ট, ইস্পাহানি এগ্রো লিমিটেড, ঢাকা, মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক, রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ভারইমারী, ঈশ্বরদী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিন ব্যাপী এ আয়োজনে ইস্পাহানি বীজ ও বালাইনাশ বিষয়ে পরামর্শ বুথ ও বিভিন্ন ইস্পাহানি পণ্য প্রদর্শনী গ্যালারির ব্যবস্থা করা হয়। এ ছাড়াও ইস্পাহানি এগ্রো লিমিটেডের স্থানীয় পরিবেশক ফারুক বীজ ভান্ডারের সার্বিক সহযোগিতায়, কৃষিবিদ মোঃ আবু সাঈদ ও কৃষিবিদ নিয়াজ মুর্শীদ এর পরিচালনায় কৃষক-কৃষানী ভাই-বোন ও তাদের সন্তানদের জন্য বিভিন্ন প্রকার গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মেলায় আগত কৃষক-কৃষানী ভাই-বোনদের ইস্পাহানি কৃষি পন্য ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ফসল উৎপাদন জনিত বিভিন্ন পরামর্শ ও ফসল উৎপাদনে জৈব-বালাইনাশক ব্যাবহারে জন্য উদ্ভুদ্ধ করা হয়।