আব্দুল মান্নান,হাবিপ্রবিঃ
হাবিপ্রবি ডিভিএম ১১তম ব্যাচের শিক্ষার্থী
আজ সোমবার ৫ই মার্চ সকাল ৯ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা প্রথমবারের মত বিদেশে এক্সটার্নশীপের জন্য যাচ্ছেন৷ এ উপলক্ষে একটি একটি দিক নির্দেশনা মূলক আলোচনা সভার আয়োজন করা হয় ৷
আলোচনা সভা শেষে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মীর রওশন আরা ‘র তত্বাবধানে শিক্ষার্থীদের এক্সটার্নশীপ প্রোগ্রামের দু দফার মধ্যে আজ প্রথম দফায় ৪৫ জন শিক্ষার্থী ১৫ দিনের এক্সটার্নশীপ প্রোগ্রামে যোগদান করতে যশোরের বেনাপোল হয়ে ভারতের চেন্নাই পুডুচেরির রাজীব গান্ধী ইনস্টিটিউট অব ভেটেরিনারি এডুকেশন এ্যান্ড রিসার্চ এর উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করে ৷
বিদেশে এক্সটার্নশীপের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ১১ তম ব্যাচের শিক্ষার্থী সাদেকের কাছে অনুভূতি জানতে চাইলে সে জানায়, ‘ প্রথমবারের মত আমরা দেশের বাহিরে কোথাও এক্সটার্নশীপ করতে যাচ্ছি। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়।বিদেশের সাথে আমাদের দেশের ভেটেরিনারির তারতম্য কেমন এবং আমাদের সমস্যা গুলো কোথায় আছে তা বুঝতে পারব আমরা৷ আশা করি, এই এক্সটার্নশীপ প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা এই পেশা সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারব এবং তার প্রয়োগের মাধ্যমে আমাদের ভেটেরিনারি খাতকে আরো উন্নত করতে সহায়তা করতে পারব ইনশা ‘আল্লাহ ৷
শিক্ষার্থীদের বিদায়ের মুহূর্তে অত্র ভেটেরেনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের ডীন বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ফজলুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষক ড. শামীম আহসান ,১১ তম ব্যাচের শিক্ষার্থী সহ অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ৷
উল্লেখ্য যে,১৫ দিন পর ২য় দফায় আরো ৪৫ জন শিক্ষার্থী এ্যানিমেল সায়েন্স এ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হামিদ এর তত্বাবধানে এক্সটার্নশীপ প্রোগ্রাম সম্পন্ন করার উদ্দেশ্যে পুনরায় ভারতে রওনা দিবেন।