Site icon

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস ২০১৮ পালিত

কৃষি সংবাদ ডেস্কঃ

জাতীয় গণহত্যা দিবস ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় “জাতীয় গণহত্যা দিবস ২০১৮” পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুর ১২.০০ টায় বিশ্বদ্যিালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের পরিচালক ড.মোঃ শামীমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চঃদাঃ) জনাব মোঃ শাহরিয়ার কবির, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওসমান আলী মিয়া, ভাইস-প্রেসিডেন্ট, এক্সিম ব্যাংক ফাউন্ডেশন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ আফতাব আলী। অনুষ্ঠানের শুরুতে শহীদদের উদ্দেশ্য এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা ২৫ শে মার্চ রাতের ভয়াবহ চিত্র সবার সামনে তুলে ধরেন এবং এই দিবসের চেতনা সবার মনে জাগ্রত থাকুক সে আহবান জানান।

Exit mobile version