কৃষি সংবাদ ডেস্কঃ
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ বাংলা নববর্ষ উদযাপিত পালিত হয়েছে।
নববর্ষের প্রভাতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলের অংশগ্রহনে বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। বৈশাখী শোভাযাত্রায় সকলের হাতে ছিল বাংলার ঐতিহ্য সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ রাশেদুল হাসান। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বৈশাখের গান, কবিতা এবং নাচসহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় মাননীয় উপাচার্য বলেন, নববর্ষ সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিঁনি সকলকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় কালে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।