কৃষি সংবাদ ডেস্কঃ
সম্প্রতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান। এ সময় সিন্ডিকেটের অন্যান্য সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্ট্রিজের মাননীয় চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার, মাননীয় ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এমপি, বিওটি’র সম্মানিত সদস্য এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ড. মোঃ সোহেল আল বেরুনি, ব্যবসা অনুষদের চেয়ারম্যান মুস্তাফা মাহমুদ হাসান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের চেয়ারম্যান ড. আশরাফুল আরিফ।
উক্ত সভায় ৪র্থ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ বিশদ আলোচনান্তে অনুমোদন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।