মালয়েশিয়ান প্রফেসরবৃন্দ কর্তৃক এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ঃ  গত ১৮ এপ্রিল, ২০১৭ মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং রিসার্চ ইন্সটিটিউটের ডিরেক্টর প্রফেসর ড. নরমা ওমার এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার কেমিষ্ট্রি বিভাগের প্রফেসর ড.মনসুর আহমেদ চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে শিক্ষার্থী- শিক্ষকদের সাথে তাদের মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান তাদেরকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, লাইব্রেরী, ল্যাবরেটরী এবং বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থায়ী ক্যাম্পাস এর জায়গা ঘুরে দেখেন। প্রফেসরবৃন্দ তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষা বিনিময় চুক্তি সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এখানে উল্লেখ্য যে ইতপূর্বে ইউনিভার্সিটি টেকনোলজি মারা বিশ্ববিদ্যালয়ের সাথে অত্র বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়েছিল।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, উপদেষ্টা, রেজিষ্ট্রার সহ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *