Site icon

বাকৃবিতে রোটারেক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটারেক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টি.এস.সির পাশ্ববর্তী রাস্তার ধার দিয়ে ৫০টি বৃক্ষ রোপন করা হয়। রোটারি ক্লাব অব ময়মনসিংহের অর্থায়নে এ কর্মসূচি পালিত হয়।

রোটারেক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটির সভাপতি রোটারেক্টর রাজিয়া সুলতানা মোনালিসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। এছাড়া উপস্থিত ছিলেন পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন, স্থল পরিকল্পনা শাখার প্রধান মো. হারুন অর রশিদ, রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি রোটারিয়ান সৌকত হোসেন, সাবেক সভাপতি রোটারিয়ান ফারুক খান পাঠান এবং সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ। কর্মসূচির চেয়ারম্যন ছিলেন রোটারেক্টর এ.কে.এম ইমরান। কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মাঝে আরও ৮০টি গাছের চারা বিতরণ করা হয়।

*

বাকৃবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদ প্রশিক্ষণের উদ্বোধনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১৮ তম বুনিয়াদ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটে (জিটিআই) এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক এ.কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আতাউর রহমান খোকন, জিটিআই পরিচালক ড. মাসুমা হাবিব প্রমুখ। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য শেষে ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।

দেশের ১৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন নবীন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করছেন। ২৭ দিনব্যাপী কর্মসূচীটি চলবে ৩ আগষ্ট থেকে ২৯ আগষ্ট পর্যন্ত ।

Exit mobile version