মোঃ নুর ইসলাম, দিনাজপুর থেকে:
হোম সার্ভিস উদ্বোধন: গত ৮ আগষ্ট’২০২৪ শুক্রবার সন্ধ্যায় সেলফ রিলায়েন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসআরডিএ) এর প্রজেক্ট স্ট্যান্ডার্ড হিউম্যান হেলথ কেয়ার হোম সার্ভিস ইন বাংলাদেশে-এর উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিবুর রহমান বিপ্লব। সেলফ রিলায়েন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নির্বাহী পরিচালক মোঃ আতিকুর রহমান নিউ-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন, অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ আরিফুর রহমান রাসেল, মনিটরিং এন্ড মার্কেটিং অফিসার সৈয়দ মনিরুজ্জামান মনির ও মাহমুদ। নির্বাহী সদস্য সৈয়দ শফিকুর রহমান পিন্টু, অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ আনিসুল ইসলাম, ফরিদ আহমেদ, মোহাম্মদ মোকসেদ আলী, মোঃ গোলাম মোস্তফা সেলিম, সাজ্জাদুল ইসলাম, সৈয়দ রিজভী হাসান, অধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম,মোহনা ক্লিনিকের স্বত্বাধিকারী মোঃ আতিকুর রহমান, চেকআপ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী চন্দন অধিকারী ভোলা, মাম ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মমিনুর রহমান বাপ্পি।
এছাড়ও উপস্থিত ছিলেন দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রমজীবী মানুষ, দুস্থ্য মহিলা, বেকার যুবক, প্রতিবন্ধী, আদিবাসী, দরিদ্র-হতদরিদ্র, পথ শিশু, কিশোর-কিশোরী এবং সমাজের পিছিয়েপড়া মানুষকে সংগঠিত করে বিভিন্ন প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবাসহ উন্নয়ন মূলক বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠির মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৯৪ সালের ১৫ এপ্রিল শুক্রবার দিনাজপুর জেলা শহরের কয়েকজন সমাজসেবক ও হিতৈষী ব্যক্তি বর্গ একত্রে মিলিত হয়ে সেলফ রিলায়েন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসআরডিএ) অরাজনৈতিক সংস্থাটি গঠন করেন।
এসআরডিএ-এর পরিবার দিনাজপুর শহরকে কেন্দ্র করে জরুরী ভিত্তিক ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে সকল বয়সের সকল শ্রেণীর মানুষের জন্য অত্যাবশ্যকীয় সুপরামর্শ ও বন্ধু সুলভ পরিবেশে সেবা গ্রহণকারিদের বাসায় প্রতিষ্ঠানের আন্তরিক উন্নতমানের সেবা সমূহে নিয়োজিত থাকবেন দক্ষ-অভিজ্ঞ ডিপ্লোমা নার্স ও অভিজ্ঞ সেবক-সেবিকা। প্রতিষ্ঠানের সেবা সমূহের মধ্যে রয়েছে ঃ ১. ইনজেকশন দেওয়া (আইভি/আইএম), ২. স্যালাইন দেওয়া, ৩. প্রেসার মাপা ও ডায়াবেটিস মাপা, ৪. আইভি ক্যানুলা করা, ৫. এনজি টিউব ফিটিং, ৬. ক্যাখাটার ফিটিং, ৭. সকল প্রকার ড্রেসিং করা, ৮. নেবুলাইজার দেওয়া ও মেশিন ভাড়া দেওয়া, ৯. সিভিলাইন ফিটিং করা, ১০. সাকশন দেওয়া, ১১. ফিজিওথেরাপি দেওয়া,১২. অক্সিজেন সিলিন্ডার ভাড়া, ১৩. টু ভারসন বেড ভাড়া, ১৪. থ্রি ভারসন বেড ভাড়া, ১৫. ইলেকট্রিক বেড (এয়ার বেড) ভাড়া, ১৬. এম্বুলেন্স ভাড়া (এসি, নন এসি, আই সি ইউ), ১৭. এয়ার এম্বুলেন্স (হেলিকপ্টার) ভাড়া, ১৮. লাশবাহী ফ্রিজিং গাড়ি ভাড়া, ১৯. শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও গর্ভবতী মহিলার সার্বক্ষনিক যতœ দেওয়া, ২০. বিশেষজ্ঞ ডাক্তার বাসায় গিয়ে রোগী দেখবেন।
এ সকল সেবা সমূহের মধ্যে হোম সেবা সমূহ গুলোর প্রতি বেশি গুরুত্ব প্রদান করা হয়। হোম সেবা সমূহ গুলোর মধ্যে রয়েছে সেবা গ্রহণকারিদের বাসায় রোগীর সেখাশোনা ও পরিচর্যা করা। সময়মত ঔষধ খাওয়ানো। রোগীকে ব্যায়াম করানো। এন জি টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো। পোষাক পরিবর্তন ও ডায়াপার চেজ করা। গোসল
করানো, খাওয়ানো ও টয়লেট করানো। হুইল চেয়ারে ঘোরানো ও ওয়াকারে হাটানো। ব্লাড সুগার ও ব্লাড প্রেসার চেক করানো।
বিছানা থেকে উঠানো-বসানো ও শোয়ানোতে সাহায্য করা। খাবার গরম করা, কাপড় গুছিয়ে রাখা, বিছানা পরিপাটি করে দেওয়া। বই ও খবরের কাগজ পড়ে শোনানো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজনে প্রিয়জনদের বাড়িতে নিয়ে যাওয়া। ক্লিনিকে ও হাসপাতালে রোগীর সাথে থাকা। প্যারালাইসিস রোগী, স্ট্রোক রোগী, পঙ্গু রোগী, অন্ধ রোগীর সেবা প্রদান। ডিমেনশিয়া রোগী, পোষ্ট অপারেটিভ রোগী, নিউরো রোগী ও সার্জারী রোগীর সেবা প্রদান। আইসি ইউ ফেরত রোগী, সিসিইউ ফেরত রোগী, মানসিক রোগী ও দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত রোগীর সেবা প্রদান। গর্ভবর্তী মহিলাদের সেবা প্রদান। বেবী কেয়ার সার্ভিসসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। (বার্তা প্রেরক)