ডিজিটাল চোর
ডিজিটাল চোর । নূরুল হুদা আল মামুন
============
শোন সবে শোন তবে
শোন দিয়া মন,
নতুন চোরের কান্ড শোন
তোমরা সকল জন।
সিঁধেল চোরে চুরি করে
কেটে ঘরের সিঁধ,
মাল সামানা দেয় সরিয়ে
মালিক যখন নিদ।
এমনি নতুন চোরের উদয়
পশ্চিম দুনিয়ায়,
ডিজিটালে করে চুরি
ব্যাংকার যে ঘুমায়।
রিজার্ভ ব্যাংকে টাকা রেখে
মালিক বেখবর,
এই সুযোগে লোপাট করে
সাথে গুপ্তচর।
কোটি কোটি ডলার লুটে
মনের হরষে,
তাই না শুনে অর্থ বাবুর
চোখ দেখে সর্ষে।
মূর্খ লোকে চুরি করে
এতদিন জানতাম,
উচ্চ শিক্ষা নিয়েও ওদের
ঘুচে না বদনাম।।
***********
রচনাকালঃ ১২/৩/১৬ তারিখ ১১ঃ৫০ টা