মনুষত্বের নির্বাসন ঃ নূ।রু।ল হু।দা আ।ল মা।মু।ন
————————
এ ভাবে আর কত ‘তনু’
হারাবে বাংলাদেশ?
স্বাধীন দেশে খুন নির্যাতন
কবে হবে নিঃশেষ?
আর কত হিংসার অনলে
পুড়বে এদেশ মাটি?
আধুনিকতার পথ ধরে
এ কোন রাজ্যে হাটি?
আর কত রক্ত নিতে চাস
ওরে পিশাচের দল
আর কত আব্রুর বিনিময়
শান্ত হবি তুই বল?
স্বাধীন দেশের লজ্জাটুকু
ওরা খুবলে খাবে,
মনুষত্ব এভাবে কি
নির্বাসনে যাবে?
নর পশুর তান্ডব লীলা
কতটা কাল চলবে?
আম জনতার মানবতা
এভাবে কি দলবে?
জেগে ওঠ সব বিবেক আত্মা
ঘুমাবি কত কাল?
পিশাচের মুখে থুথু দে
ওরা যে বেসামাল।
—–
রচনাকালঃ ২৩/৩/১৬ বিকালঃ ৫টা,বালাঘাটা#Tanu