কম খরচে ছোট আকারে ডেইরী ফার্ম করার কৌশল

গরুর খামার

 

গরুর খামার

 

শাহ এমরান স্বপ্ন ডেইরী এন্ড ফিসারিজঃ

অনেকে প্রশ্ন করেন একটা ডেইরী ফার্ম শুরু কিভাবে করা যেতে পারে। পকেটে টাকা থাকলে একটা ফার্ম শুরু করা কোন ব্যাপারই না। কিন্তু ফার্ম শুরু করার আগে ও পরে যে ব্যাপারগুলো বিবেচনা করা দরকার যা খুবই গুরুত্তপুর্ন।  উদাহারন স্বরুপ, ফার্ম এর জায়গাটা কোথায়, সেখানে ডাক্তার, গরুর খাবার, দুধের দাম, দুধ বিক্রি খুব সহজে করা যায় কিনা তা জানতে হবে। এসবের পাশাপাশি অনেকে আমার কাছে জানতে চান ফার্ম টা কি রকম হবে, কয়টা গরু দিয়ে শুরু করলে ব্যবসাটা লাভবান হতে পারে তাদের জন্য আজকের এই লেখা। তবে আমি লিখছি তাদের জন্য যারা খুব ছোট আকারে, একেবারে কম খরচে পাইলট প্রোজেক্ট আকারে শুরু করে বুঝতে চান অথবা যাদের বাজেট কম।

পরিকল্পনা এবং কৌশল: বাজেট টাকা ৩৮০,০০০/- এবং কমপক্ষে ১৫ লিটার দুধের গরু (বাছুর সহ) ২ টা। গোয়াল ঘর: ৩০ ফিট বাই ১৫ ফিট, ইলেক্ট্রিক আর পানির ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। আসুন এখন হিসেব নিকাশ এ আসা যাক।

এককালীন খরচ: ২ টা দুধের গরুর দাম : ৩০০,০০০/- গোয়াল ঘর : ৬০,০০০/- ইলেক্ট্রিক/ পানি : ২০,০০০/- মাসিক আয়-ব্যায়ের হিসাব: ‪#‎দুধ‬ বিক্রি থেকে আয়: ২০ লি: x ৫০ = ১০০০ টাকা প্রতিদিনের আয়। তাহলে মাসিক আয়: ১০০০ x ৩০ = ৩০০০০ টাকা। (দুধ ২০ লিটার দেখানো হয়েছে কারন একটা ১৫ লিটার দুধের গরু ৮ মাসই ১৫ লিটার দুধ দেবেনা, ধীরে ধীরে কমতে থাকবে, তাই গড়পড়তা ১০ লিটার প্রতিদিন দেখানো হয়েছে)

#‎মাসিক‬ ব্যয়: কর্মচারীর মাসিক বেতন: ৭০০০ টাকা, গরু প্রতি খাবার খরচ: ১৫০ টাকা প্রতিদিন, তাহলে মাসিক খরচ: ৯০০০ টাকা। মেডিসিন এবং অন্যন: ২০০০ টাকা। তাহলে মোট ব্যয়: ১৮,০০০ টাকা। (গরু যত বেশি হবে ১ জন করমচারীর বেতন বাবদ গড়পড়তা খরচ অনেক অনেক কম হবে)।

#মাসিক লাভ: ৩০০০০-১৮০০০= ১২,০০০ টাকা।এককালীন উপরের ৩৮০,০০০ টাকা খরচগুলো উঠে আসতে সময় লাগবে ৩১ মাস বা ২ বছর ৭ মাস। কৌশলগত ভাবে এই মাসিক আয় কে ধরে রাখতে আপনাকে ৮ মাস পরে আবার ২ টা দুধের গরু কিনতে হবে ২য় পদক্ষেপে। তাহলে আপনি একটা সার্কেল এর মধ্যে পরে যাবেন এবং কখনই আপনাকে পকেট থেকে টাকা খরচ করে খাবার খরচ আর বেতনাদি পরিশোধ করতে হবেনা। আর বড় ধরনের দুর্ঘটনা বা অসুখ-বিসুখ যা আমাদের নিয়ন্ত্রিত নয় তা এখানে দেখানো হয়নি।

২.৫ বছর পর আপনার ব্যলান্সসিট কেমন হবে? আপনার সম্পদের পরিমান কত হবে (মানে কতগুলো গরু আছে এবং তার মুল্য কত), এটা বোঝা খুবই গুরুত্তপুর্ন। যদি বের করতে পারেন, ডেইরী ব্যবসা কেমন হবে তা আপনারাই বুঝতে পারবেন, সিধান্ত আপনারাই নিতে পারবেন। আপনারা যারা ডেইরী ব্যবসা শুরু করতে চান, আমার অনুরোধ আপনারা সম্পদের পরিমান হিসেব করে এখানে কমেন্টে লিখে জানাবেন। আপনাদেরই উপকার হবে।

আরো খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম https://web.facebook.com/krishisongbad/

25 thoughts on “কম খরচে ছোট আকারে ডেইরী ফার্ম করার কৌশল

  1. ABDULKHALEK RAHAAMAT April 30, 2018 at 8:39 pm

    ধন্যবাদ আপনার পরার্মশ জন্য।ভাই আমার এলাকয় কাঁচাঘাস নাই এমতাবস্থায় আমি কি কাঁচাঘাস ছাড়া ডেইরী খামার করতে পারবো।শুধু শুকনো খাবার দিয়ে।জানালে উপকৃত হতাম।

    Reply
    1. krishisongbad April 30, 2018 at 11:32 pm

      কাঁচা ঘাস ছাড়া ডেইরী ফার্ম করার চিন্তা না করাই ভাল। আপনি প্যারা ঘাস, জাম্বু ঘাসের বীজ যে কোন বীজের দোকান থেকে কিনে বাড়ির আশে পাশে লাগান। তারপর ডেইরী ফার্মের চিন্তা করুন। ধন্যবাদ

      Reply
  2. এরশাদ খান May 26, 2018 at 2:46 am

    ভাই আমি প্রথমে ৫ টা গাবি দিয়ে সুরু করতে চাই তাতে
    আমার
    সেইট বাঘর বানানু কত খরছ হবে পিলিয বলবেন কি
    আমি একটু উন্নত মানের সেইড করতে চাই একটু
    জানাবেন পিলিয? পাসা পাসি আমার মাছে খামার
    আছে আমি প্রবাসে থাকি

    Reply
  3. Jahangir Alam July 22, 2018 at 12:32 pm

    দুই /তিন লাখ টাকা দিয়ে
    ডেইরি ফার্ম করা ভালো,
    নাকি অন্য কোন ব্যবসা করা ভালো?

    Reply
  4. Golam mostofa khan September 22, 2018 at 7:58 am

    ভাই আমার সম্পদের পরিমান ২,৫০,০০০ টাকা
    আমি কিভাব শুরু করবো?
    একটু জানাল উপকৃত হবো।

    Reply
    1. krishisongbad September 22, 2018 at 8:55 am

      আপনি প্রথমে একটা বা দুইটা গরু গাভী পালন শুরু করেন। অভিজ্ঞতা হলে গাভীর সংখ্যা বাড়াবেন। নতুবা আর্থিক ক্ষতির মধ্যে পড়তে পারেন। ধন্যবাদ

      Reply
      1. Alamin June 28, 2019 at 10:36 pm

        আমি ৫লাক্ষ দিয়ে করতে চায় একটু ভালো করে বুঝেয়ে বলেন

        Reply
        1. Advisory Editor June 30, 2019 at 7:23 pm

          আপনি নিকটস্থ প্রাণি সম্পদ অধিদপ্ত্রের কোন বিশেষজ্ঞর পরামর্শ নিন।

          Reply
      2. Md Rezvi Hasan October 3, 2019 at 4:29 pm

        ভাই আমার সম্পদের পরিমাণ ৪,০০০০০/= টাকা।
        তাহলে কিভাবে খামার শুরু করব।

        Reply
  5. rubel November 7, 2018 at 1:07 am

    Vai amar jaiga to onek kom… Gor deo ar moto jaiga ahse but r 30 desem jaiga ahse… Tahole amar koro ni ki….

    Reply
  6. saif November 13, 2018 at 7:25 pm

    vaiya amr capital ace 350000 ,2i biga gash laganor moto faka jomi ace,,,ami kivabe suru korbo pls janaben

    Reply
  7. saif November 13, 2018 at 7:35 pm

    vaiya amr capital ace 350000 ,2i biga gash laganor moto faka jomi ace,,,ami kivabe suru korbo pls janaben

    Reply
  8. কাজী জাকির May 25, 2019 at 8:07 pm

    জায়গা আছে ৩০ শতক, ডেইরী ফার্ম ছোট হবে আরেকটা ছোট ফিসারি হবে চতুর্বাদিকে বাউন্ডারি করা দেয়াল। এখন লোন কত পাবো আর ছোট না মাঝারি ধরনের ফার্ম এবং ফিসারি করা যেতে পারে জানাবেন?

    Reply
  9. মোঃ ফজলুল হক June 22, 2019 at 2:03 pm

    জমি ৩বিঘা টাকা ৫ লক্ষ কর্মচারির বেতন সহ খামার করা যাবে কি?আমি উপস্থিত থাকবো না,তবে মাঝে মাঝে যেতে পারবো।এজন্যে আমার কি করনীয় দয়া করে জানালে খুসি হবো।

    Reply
  10. মাসুদ রাণা July 1, 2019 at 11:48 am

    ২ টা গরুর জন্য গোয়াল ঘর দেখানো হয়েছে: ৩০ ফিট বাই ১৫ ফিট।
    এই ৩০ ফিট বাই ১৫ ফিট এ কি দুইটা গরুই রাখা যাবে নাকি আরো বেশি?

    Reply
  11. কুয়াশা July 3, 2019 at 11:54 am

    ১০ লক্ষ টাকা দিয়ে কিভাবে শুরু করা যায়?

    Reply
  12. Masud rana September 23, 2019 at 2:41 pm

    আমার টাকা পয়সা নাই, কিন্তূ আমি একটি গরুর খামার করতে চায়, টাকা পয়সা ছাড়া বিকল্প কোন ব্যাবস্থা থাকলে দয়া করে জানাবেন

    Reply
  13. shamsul alam October 2, 2019 at 4:07 am

    জনাবঃ
    মহোদয় আপনি যে সকল inportion দিয়ে ছেন আমার খুব পছন্দ হয়েছে কিন্ত একটা বিষয়আমার কাছে পরিস্কার নয় যে, যেখানে দুধের দাম কম ৩০/৩৫ ৳ সেখানে কি করা। এবং খাদ্যের দাম বেশি সে ক্ষেত্রে কি করা যায়। এবং আমাদের এলাকায় অনেক গাড়ো দুধের চাহি। সে ক্ষেত্রে দেশি গুরু দিয়ে খামার চালু করা যায় কিনা। আমার অনেক দিনের আশা আমি একটা ডেরি খামার করবো সে ক্ষেত্রে আপনার পরামর্শ কামনা করি ধন্যবাদ আপনার মুল্যবান সময় দেয়ারজ।

    Reply
  14. মোঃ ফাইজুল ইসলাম October 3, 2019 at 12:29 am

    ভাই আমার মূলধনের পরিমাণ ৪০০০০০ টাকা আমি কি ২ টি গাভী কিনে খামার করতে পারব????

    Reply
  15. রাজু March 12, 2020 at 3:35 am

    আমি ২ লক্ষ্য টাকা দিয়ে শুরু করতে চাই এটা কি সম্ভ্যব

    Reply
  16. মাহবুব আলম April 26, 2020 at 10:48 am

    আমি আপনার কাছে আরও পরামরশ চাই।

    Reply
  17. মাহবুব আলম April 26, 2020 at 10:49 am

    সমননিত খামার করার জন্য।

    Reply
  18. imtiaz ahamed May 26, 2020 at 8:19 pm

    আমি ৫ লাখ টাকা…পুজি নিয়ে কি ভাবে গাভী পালন করতে পারবো..
    আর কোন জাতের গাভী কিনলে আমি ভাল দুধ উৎপাদন করতে পারবো… মানে এক কথায় বলতে গেলে আমাকে পুরো প্লান টা দিবেন… খাবার এর পরিমান সহ

    Reply
  19. Billal Hosssain January 22, 2021 at 5:30 pm

    এক কানি

    Reply
  20. বায়েজীদ মাহমুদ বিন ছাবের (নোমান) September 25, 2021 at 4:20 pm

    ৩০/১৫ ফিট জায়গার মধ্যে উন্নত জাতের ৪ থেকে ৫ টি গরু পালন করা কি সম্ভব ! সেই ক্রেত্রে আনুমানিক কত খরচ পড়তে পারে!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *