Site icon

করিমগঞ্জের নতুন কৃষি অফিসার হিসেবে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর যোগদান

করিমগঞ্জের নতুন কৃষি অফিসার


মো. মোশারফ হোসেন, বিশেষ প্রতিনিধি:

করিমগঞ্জের নতুন কৃষি অফিসার ঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নতুন কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে ফুলদিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তাগন।

উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করার পরে রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ছোট পরিসরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগন।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) কৃষিবিদ মো. এমদাদুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) মো. মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. মঞ্জু মিয়া ও মো. চাঁন মিয়াসহ উপজেলার বিভিন্ন কৃষি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, নতুন যোগদানকৃত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ করিমগঞ্জ উপজেলায় যোগদানের আগে শেরপুর জেলার নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) হিসেবে ৪ বছর ১১ দিন কর্মরত ছিলেন।

তিনি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সমভ্রান্ত মুসলিম ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি বিষয়ে পড়া-লেখা শেষ করে ৩২তম বিসিএস (কৃষি) পরীক্ষায় অংশ গ্রহন করে কৃষি বিভাগে ক্যাডার ভুক্ত হন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দেশ ব্যাপী বিভিন্ন কৃষি কর্মকর্তাদের বদলী ও পদায়ন করায় কৃষি উন্নয়নে নতুন মাত্রা যোগ হচ্ছে বলে মনে করছেন সুধীজনরা। কৃষি উন্নয়নে এমন উদ্যোগের জন্য এই প্রতিবেদকের মাধ্যমে কৃষি বিভাগের নীতি নির্ধারক ও উর্ধ্বতন কর্তৃপক্ষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনেকে। তারা জানান, এতে করে একদিকে যেমন কৃষিপণ্যের উৎপাদন বাড়বে, সমবৃদ্ধি হবে কৃষির অর্থনীতি খাত; অন্যদিকে লাভবান হবেন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গ্রামাঞ্চলের কৃষক কৃষাণীরা।

Exit mobile version