Site icon

করিমগঞ্জে বারি গম-৩০ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

বারি গম-৩০ প্রদর্শনীর


মো. মোশারফ হোসেন, বিশেষ প্রতিনিধি

বারি গম-৩০ প্রদর্শনীর : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় রবি মৌসুম/২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারনের বাস্তবায়িত বারি গম-৩০ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৮মার্চ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলার জাল্লাবাদ ব্লকে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) মো. মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. চাঁন মিয়া ও স্থানীয় বেশ কয়েকজন কৃষক কৃষাণী বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), বিভিন্ন এলাকার দেড়শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক প্রশিক্ষণ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে এনএটিপি-২ প্রকল্পভূক্ত সিআইজি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার উৎপাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও), উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) এবং বিভিন্ন সিআইজি সমিতির কৃষক সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই দিনে দুইটি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ কৃষক কৃষাণীকে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

Exit mobile version