কাজের স্বীকৃতিস্বরূপ লালমোহনের উপজেলা কৃষি অফিসার পেলেন ধন্যবাদপত্র

কাজের স্বীকৃতিস্বরূপ

কাজের স্বীকৃতিস্বরূপ

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) পক্ষ হতে কাজের স্বীকৃতিস্বরূপ লালমোহনের উপজেলা কৃষি অফিসার এ. এফ.এম. শাহাবুদ্দিন পেলেন ধন্যবাদপত্র। আজ ভোলার খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ এবং এআইএস’র কর্মকর্তা নাহিদ বিন রফিক তার হাতে ফ্রেমে বাঁধাইকৃত পত্রটি তুলে দেন।


মাসিক কৃষিকথা পত্রিকার অধিক সংখ্যক গ্রাহক করার জন্য তাকে এভাবে সম্মানিত করা হয়। চলতি বছরে তার মোট গ্রাগহক সংখ্যা ১ হাজার ৫ শত ৭২। এ প্রসঙ্গে উপপরিচালক বলেন, জনাব শাহাবুদ্দিন কর্মস্থলে যোগদানের পর থেকেই উপজেলার কৃষির সার্বিক কর্মকান্ডের গতির বেড়েছে। তিনি একজন ভালোমানের অফিসার। তাকে এ ধরনের সম্মানিত করার জন্য কৃষি তথ্য সার্ভিসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে অন্য কর্মকর্তারাও উৎসাহিত বলে তিনি আশাপ্রকাশ করেন।


উল্লেখ্য, কৃষিকথার একটি মাসিক পত্রিকা। এটি নামমাত্র মূল্যে কৃষকের নিকট সরবরাহ করা হয়। গ্রাহক বাবদ এক বছরের জন্য খরচ ৫০ টাকা। তাও ডাক খরচসহ। প্রতি মাসে বিতরণকৃত সংখ্যার পরিমাণ প্রায় ৬৩ হাজার। পত্রিকাটি ৭৯ বছর যাবত ধারাবাহিকভাবে প্রকাশ হয়ে আসছে।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *