মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সোমবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তেরর আয়োজনে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে দিনব্যাপী ওই প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।
আধুনিক পদ্ধতিতে ফল বাগান স্থাপন ও ব্যবস্থাপনা সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করন প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তেরর জেলা প্রশিক্ষক এস.এম মোবারক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও নবনিযুক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমানসহ ৩০ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
শেরপুরের নকলায় কৃষক মাঠ দিবস
কৃষক প্রশিক্ষণ
শেরপুরের নকলায় আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর সোমবার চন্দ্রকোণা ব্লকের জানকিপুর গ্রামের কৃষক সাবেক সেনাকর্মকর্তা মো. এমদাদুল হকের বাড়ির আঙ্গীনায় এবং এমদাদুল হকের মভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও নবনিযুক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ দুই শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।