হাবিপ্রবি পরিবার শোকাহত
কৃষি সংবাদ ডেস্কঃ
হাবিপ্রবি পরিবার শোকাহত ঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ডীন অফিসের ডেপুটি রেজিস্ট্রার আহমেদ মোহিবুল্লাহ সালাফী ০৬.০৮.২০২১ খ্রী. দুপুর সাড়ে ১২ টায় ঢ়াকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)।
তিনি দীর্ঘদিন থেকে রক্তের লিউকোমিয়া রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। জনাব মোহিবুল্লাহ সালাফীর মৃত্যুতে তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, তিনি একজন অত্যন্ত কর্মপরায়ণ সহজ সরল মানুষ ছিলেন। তার এই অকাল মৃত্যু মেনে নেয়ার মতো নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অপ‚রণীয় ক্ষতি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। (প্রেস বিজ্ঞপ্তি)