কৃষি সংবাদ ডেস্কঃ
কৃষি অর্থনীতি ছাত্র সমিতি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র ফাইজুল ইসলামকে সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এম. এন খান তারিককে মহাসচিব করে বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতি কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই কমিটির মেয়াদ হবে এক বছর।
পূর্ণঙ্গ কমিটিতে মোট সদস্য রয়েছেন ১০৫ জন। এরমধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন আশেক মো.আসিফ, নাঈম আহমেদ, মো. হায়দার খান সুজন, মুহিব হাসান, সৌরভ মোহন সাহা, আব্দুল মান্নান, কৃষ্ণ কৃপা আনন্দ, মো. আজিজুল হাকিম, মো.রুহুল আমীন, মাহাবুব এলাহী, মো. রাশেদুল ইসলাম, কামরুল হাসান, ফয়জুল কবির মিল্টন ও উদয় সরকার অভি। যুগ্ম-মহাসচিব হলেন শাওন আহমেদ, রোকনুজ্জামান রকি, শোভন কুমার মন্ডল, শাহজালাল আকন, জাবের রানা, মো. আলমগীর, শারমিন রিমা, মাহমুদুল হক শুভ, মাহবুব রনি, ইফাত হোসেন সজল, আব্দুর রহমান মিঠু, পলাশ চন্দ্র রায়, মাজহারুল ইসলাম ঝুমান ও রোমানা আক্তার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাওন তালুকদার, শেখ ইমতিয়াজ আকাশ, শাকিল আক্তার, মো.রফিকুল ইসলাম, মুর্শিদা আক্তার, রায়হান সোবাহান সায়েম, শাহরিয়ার রহমান, রোমানা আক্তার লিমা, ইমদাদুল হক মিলন, রাশেদুজ্জামান রোকন, মো. রাজিব হোসেন, মাহামুদা আক্তার মম, আবু তালহা সজিব, মো.আল ইমরান, মো. রুহুল আমিন, আল মুনীম, হেদায়েতুর রহমান, কায়েম মেহেদি, মো. আতিকুর রহমান, মো. আবীর হোসেন, জোবায়ের আকন্দ, জোবায়ের জীম। কোষাধ্যক্ষ রেজাউল কবীর সাগর; দফতর সম্পাদক মশিউর রহমান, উপ- দফতর সম্পাদক ষড়ানন চাকমা, আইন বিষয়ক সম্পাদক হিসেবে মো. অনিক হাসান দুর্জয়, প্রচার সম্পাদক ইশতিয়াক আহমেদ জাহিন, উপ-প্রচার সম্পাদক তামান্না মাস্তুরা, হিমাদ্রী শেখর, সবুজ মন্ডল, প্রতিক হাসান ও মওদুদ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান, উপ-সমাজ কল্যাণ সম্পাদক শেখ আব্দুল কাইউম পিয়াল, এস আর সুজন, তানভীর হোসেন, শেখ শাহনেওয়াজ, রায়হান ও শামীম আহমেদ সাগর, ক্রিড়া সম্পাদক মো. রাশেদুল ইসলাম, উপ-ক্রিড়া সম্পাদক মুস্তারিয়া পারভীন, অন্তর, সাব্বির হোসেন, নুরুজ্জামান সাকির, আশিক ও বাধন মাতাব্বর, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া, সাইদা আক্তার জুই, সারমিন শিখা, সাদিয়া আফরিন প্রান্তি, রওনক আফরোজ ইভা, নাবীলা আক্তার, শারমিন রুশী ও মিশু বিনতে ওবায়েদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সম্পাদক নির্বাচিত হেয়েছেন নাইমুল ইসলাম, ফারিয়া ইসলাম, স্বপ্না, জিহাদ, আল্লামা ইকবাল, মো. শাহিন, হাসিব খান, মো.আরাফাত রহমান অভি ও ইমরুল ইসলাম। সদস্যরা হলেন- হাফিজুর রহমান, মো. রোকনুজ্জামান, মো.আফতারুল ইসলাম, এস এম ওয়ালিউল্লাহ, মুরতাফিয়াতুন জান্নাত, সাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, ফরহাদ হোসেন সাগর, অন্তি সরকার ও আদনান আহমেদ। সভাপতি ফাইজুল ইসলাম বলেন, কৃষি অর্থনীতিতে স্নাতক অর্জনকারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ কমিটি কাজ করে যাবে। বর্তমানে কৃষি বিপণন ক্যাডারে কৃষি অর্থনীতির শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা রয়েছে। আমাদের দাবি, কৃষি বিপণন ক্যাডারে শুধু কৃষি অর্থনীতির শিক্ষার্থীরদের অন্তর্ভূক্ত করা হবে। কৃষি বিপণন অধিদপ্তরসহ কৃষি সংশ্লিষ্ট অন্যান্য চাকুরিতে কৃষি অর্থনীতিতে স্নাতক অর্জনকারীদের অগ্রাধিকার আদায়ের বিষয়ে কাজ করবে এ কমিটি।