Site icon

কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় সিরাজগঞ্জ সদরে আউশ বীজ ও সার বিতরণ

কৃষি প্রণোদনা

কৃষি সংবাদ ডেস্কঃ

কৃষি প্রণোদনা ঃ সিরাজগঞ্জ সদরে ২০১৮-১৯ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-১/২০১৯-২০ উফশী আউশ ধানের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামৃল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ১৫ এপ্রিল/২০১৯ সকাল ১১.০০ টায় উপজেলা কৃষি অফিস,সিরাজগঞ্জ সদরের আয়োজনে উপজেলা পরিষদের কৃষি চত্ত্বরে প্রণোদনার উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন জনাব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, মাননীয় জাতীয় সংসদ সদস্য,সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজ উদ্দিন, চেয়ারম্যান,উপজেলা পরিষদ,সিরাজগঞ্জ সদর, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিম রেজা নুর(দিপু),ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ এবং মোছাঃ হাসনা হেনা,ভাইস চেয়ারম্যান(মহিলা) উপজেলা পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সরকার মোহাম্মদ রায়হান,উপজেলা নির্বাহী অফিসার,সিরাজগঞ্জ সদর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ রোস্তম আলী,উপজেলা কৃষি অফিসার,সিরাজগঞ্জ সদর।

প্রণোদনা কর্মসুচীর আওতায় ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়্। প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Exit mobile version